
আমি একটি কবিতা,
আমি ভালবাসার কথা বলি,
আমি বেদনা অনুভব করি,
আমি অনুভতি নিয়ে কথা বলি।
আমি তোমার হৃদয় ছুঁয়ে যাবো,
তোমার বেদনা ভালবেসে যাবো,
আমি একটি কবিতা,
আমি বেদনাকে মধুর করে দেবো।
আমি তোমার না বলা কথা,
সরন করিয়ে দেবো,
তোমার বেদনার কথা গুলি,
প্রকাশ করে ফেলবো,
আমি একটি কবিতা,
আমি শুধু তোমারই কথা লিখবো।
আমি হাসি,
আমি কান্না,
আমি কিছু কিছু শব্দ,
আমি একটি কবিতা,
আমি কিছু না বলা কথা লিখবো।
আমি একা,
আমি তোমার পরশে আছি,
আমি তোমাকে অনুভব করি,
আমি একটি কবিতা,
আমি না বলা কথা লিখে বলি।
আমি চিন্তা করতে ভালবাসি,
যে কথা বলার জন্য,
তোমার সুংরাম করতে হতো,
আমি তা অনায়াসে লিখতে পারি,
আমি একটি কবিতা,
আমি না বলা কথা লিখে বলি।
আমি ভালবাসার ক্রীতদাস,
আমি বেদনার কবর,
আমি একটি কবিতা,
আমি কবিতার স্রোত।
Leave a comment