সময়

সময়কে থামানো যায় না,
ছোট বেলা থেকে,
আমরা সবাই বড় হতে চাই,
তাই সময়ও চলে যায়।

বড় হতে হতে,
আমরা অনেক বড় হয়ে যাই,
জীবনের অনেক কিছুই,
বদলেও যায়।

চলতে চলতে জীবন,
শুধুই চলতে থাকে,
জীবনের কোন এক প্রান্তে এসে,
আবার যেন পিছু ফিরে চাই।

ছোট বেলা স্বপ্ন ছিল বড় হবার,
কিন্তু বড় হয়ে যাবর পর,
স্বপ্ন আবার যেন জাগে,
ছোট হবার।

এই জীবনের শুরু এবং শেষ,
যেন একই পথের পথিক,
ছোট বেলার স্বপ্ন বড় হবার,
আর বড় হয়ে স্বপ্ন,
আবার ছোট হবার।

Leave a comment