তুমি আমার কত চেনা-!

তুমি আমার কত চেনা-!

আমি জানি,
আমি খুব কষ্ট সহকারে বলি,
তবুও আমি ভাবি,
তুমি হয়তো আমার মনের কথা জানো।

কিন্তু যখনই আমি কথা গুলি বলি,
আমি জানি তাহা হৃদয়ের,
গহীন থেকেই আসে,
এবং তাহা সত্য।

আমি মাঝে মধ্যে লজ্জাবোধ করি,
কখনও বা বলতে ভয় পাই,
ভাবি হয়তো তোমার সাথে,
হল কেবল এইমাত্র দেখা ।

হ্যাঁ আমি কখনও বলতে দ্বীদাবোধ করবো না,
কোন ভয়কে আমি প্রশ্রয় দেবোনা,
কারণ আমি শুধু তোমাকেই চাই,
আমি তোমাকে চাই।

আমি তোমাকে চাই সেই ভাবে,
মৃত্যু শয্যায় মানুষ,
জীবনকে চায় যে ভাবে ,
আমি তোমাকে চাই।

আমি তোমাকে চাইবো সেই ভাবে,
যে ভাবে দেখা হয়েছিল,
তোমার সনে প্রথম পলকে,
এই প্রথম দেখাই যেন বলে দেয়,
তুমি আমার কত চেনা।

Leave a comment