জীবনের সংগ্রাম নিজেকে,
একা একাই চালাতে হয়,
মানুষ তোমার বিপদে যতটুকু হাসবে,
ততটুকু কাদবে না।

শান্তি দাতা

এই জগত সংসার হচ্ছে,
একটি খেলা ঘর,
মানুষ তার নিজ নিজ,
খেলা নিয়ে আছে ব্যাস্ত ।
তুমি যখন কষ্ট পাবে,
মনের কথা মুলত তুমি,
তোমার আপন জনের কাছেই বলবে,
অবশেষ এই আপনজনই,
তোমার এই কষ্ট নিয়ে তামাশা করবে।
কথায় আছে,
নিজের শরীরের লোমও আপন নয়,
কারণ এই শরীরের অংগগুলো,
তোমার বিরুদ্ধেই কেয়ামতের দিন,
কথা বলবে ।
জীবন মরণের,
সবচেয়ে বড় আপন তিনিই,
সে তিনি হচ্ছেন আল্লাহ,
আল্লাহর কাছেই বলো,
তোমার বেদনার কথা,
তিনিই তা হালকা করে দিবেন,
কারণ তিনিই একমাত্র শান্তি দাতা।
Leave a comment